Welcome - Shahid Smaranika Girls' High School

শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা সদরে  অবস্থিত । ভাটি অঞ্চলের নারী শিক্ষার মহান ব্রত নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন গণপরিষদ সদস্য বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি জনাব  মোঃ আবদুল হামিদ বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন। সেই থকে বিদ্যালয়টি  নারী শিক্ষা প্রসারে  অগ্রণী ভুমিকা পালন করে আসছে। প্রায় ২ একর জায়গা নিয়ে সবুজে ঘেরা  মনোরম পরিবেশে  সুপরিসর খেলার মাঠ ,সুসজ্জিত তিনটি ভবনে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া এখানে রয়েছে  সমৃদ্ধ লাইব্রেরী, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব,বিজ্ঞানাগার,সততা স্টোর ,দৃষ্টি নন্দন বাগান ,ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব ও আধুনিক ওয়াশ ব্লক। এক ঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষকমণ্ডলী নিরলস কর্ম প্রচেষ্টা ওবিদ্যালয় পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি জনাব পাপিয়া আক্তার ও অন্যান্য সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিদ্যালয়টি সুচারুরুপে পরিচালিত হয়ে আসছে।এখানে প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে মনোদৈহিক বিকাশের লক্ষ্যে নিয়মিত  খেলাধুলা ,বিভিন্ন প্রতিযোগিতা ,শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন করা হয়। ফলে শিক্ষার্থীরা বিভিন্ন  প্রতিযোগিতায় স্থানীয় ,আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে  সুনাম বয়ে আনছে।জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষায় বৃত্তিসহ বরাবরই আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। শিক্ষার্থীদের মধ্যে শৃংখলা,সততা, সময়নিষ্ঠা, পরোপকারিতা ,দেশপ্রেমসহ সকল মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে একজন যোগ্য শিক্ষার্থী তথা সুনাগরিক হিসাবে গড়ে তোলার মহান দায়িত্ব পালনে  আমরা অঙ্গীকারাবদ্ধ 

 

                                         ধন্যবাদান্তে,

                                মোহাম্মদ সাফী উদ্দিন,

প্রধান শিক্ষক,শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়,নিকলী,কিশোরগঞ্জ।

 

 

                                                                                       বিদায় অনুষ্ঠান